ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসএফের সঙ্গে সমঝোতা

বেনাপোল স্থলবন্দরে ‘ভেহিক্যাল টার্মিনালের’ নির্মাণ কাজ শুরু 

বেনাপোল স্থলবন্দরে ‘ভেহিক্যাল টার্মিনালের’ নির্মাণ কাজ শুরু 

বিসএফের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে কাজ শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ‘গত ২৫ জানুয়ারি ১৬ একর কাজ বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় ভেহিক্যাল টার্মিনালের একাংশ ও সীমান্ত প্রাচীর নির্মাণ কাজ। অবশেষে সোমবার বিকেলে বন্দর টার্মিনালে বিষয়টি সমাধানে দুদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এদিন বিকেলে পেট্টাপোল বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষ কাজ করার অনুমতি দেয়। ফলে মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ।’

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সৃষ্ট জটিলতার সুরাহা সম্ভব হয়েছে। কাজটি যত দ্রুত সম্পন্ন হবে ততই ব্যবসায়ীরা উপকৃত হবেন।

বেনাপোল,টার্মিনাল,নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত